মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ৭ প্যানেল চেয়ারম্যানেরা সৌজন্যে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নবাগত নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত প্যানেল চেয়ারম্যানেরা। এ সময় নবগঠিত প্যানেল চেয়ারম্যানদের উদ্দেশ্যে ইউএনও বলেন, উপজেলা বাসীর সেবা দিতে আমি বদ্ধপরিকর, এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের হাবিবুর রহমান খান, ধানগড়া ইউনিয়ন পরিষদের আমিনুল ইসলাম, ব্রহ্মাগাছা ইউনিয়ন পরিষদের আব্দুর রাজ্জাক, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের আব্দুল জব্বার, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের শামছুল আলম খোকন, নলকা ইউনিয়ন পরিষদের রেজাউল করিম, ঘুড়কা ইউনিয়ন পরিষদের নওশের আলী। নবগঠিত প্যানেল চেয়ারম্যানেরা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি'র আব্দুল মোমিন সরকার, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি শামীমুল ইসলাম শামীম খন্দকার উপস্থিত ছিলেন। এ সময় নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম বলেন, গত ৫ আগস্টে সরকার পতনের পর রায়গঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে আছে। এর আগে আওয়ামী সরকারের সময় আমরা বৈষম্যের স্বীকার হয়েছিলাম।এখন আমরা কন্ঠ ভোটে নতুন করে সকল বৈষম্য দূর করে প্যানেল গঠন করেছি। ইউনিয়ন পরিষদের সকল নাগরিকদের কোন রকম ভোগান্তি ছাড়াই চারিত্রিক সনদ, ওয়ারিশান সনদ, বিভিন্ন প্রত্যায়ন পত্রে প্যানেল চেয়ারম্যান হিসাবে সাক্ষর দিয়ে সেবা দিয়ে চলেছি। এর ফলে ভোগান্তি ছাড়াই সেবা পাচ্ছে উপজেলার জনগণ৷। আমরা প্রশাসনিক ভাবে এই প্যানেলের অনুমোদনে আপনার নিকট সার্বিক হস্তক্ষেপ কামনা করছি। যেনো ইউনিয়ন পরিষদের অর্থনৈতিক সকল কার্যক্রম পরিচালনা করে ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করতে পারি।