মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে হক প্লাজায় গ্রামীণ আইসিটি কার্যালয়ে রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল ইসলাম। এ সময় রায়গঞ্জ প্রেসক্লাবের এক ঝাঁক নবীণ ও প্রবীণ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সংবাদকর্মীদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে সমাজের অন্যায় অসঙ্গতি রোধ হয়। একটি পজিটিভ সংবাদে শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এক্ষেত্রে সমৃদ্ধ জনপদ রায়গঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে দেশ ও সমাজের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে। আগামী দিনে রায়গঞ্জ প্রেসক্লাব নতুন উদ্যমে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন। আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শেষে রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।