মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের বৃদ্ধ মতিয়ার রহমানের পুত্র মোঃ হেলাল উদ্দিনের বাড়ীতে অগ্নিকাণ্ডে ৮ টি মিনি সুতার মেল, ২ টি টিনের ঘর, সুতার বান্ডিল সহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়াছে। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি। সোমবার ২৮ অক্টোবর ২০২৪ দুপুরে হেলাল উদ্দিনের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ করেই হেলাল উদ্দিনের বসত বাড়িতে আগুন জ্বলে ওঠে। এতে মূহর্তে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্হানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেস্টা করেন। পরে আধা ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বসত বাড়িতে থাকা আটটি মিনি সুতার মেল, সুতার বান্ডিল, দুটি টিনের ঘর সহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছায় হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ মতিউর রহমানের পরিবারটি।ক্ষতিগ্রস্ত মতিয়ার রহমানের বড় ছেলে হেলাল উদ্দিন জানান, আগুনে আমার একমাত্র অবলম্বন টুকু পুড়ে ছায় হয়ে গিয়েছে। আমি এখন বৃদ্ধ পিতা মাতা ও পরিবার নিয়ে কি করে চলবো? এমতাবস্থায় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের সুদৃস্টি কামনা করেছেন উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের বৃদ্ধ মতিয়ার রহমানের বড় ছেলে মোঃ হেলাল উদ্দিন।