মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবারও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র মাহে রমজানের সাহরী ও ইফতারের সম্বলিত ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। মাদ্রাসা পরিচালক মাওলানা মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পহেলা রমজান মাদ্রাসার ক্লাস রুমে রুমে এ ক্যালেন্ডার বিতরণ করা হয়। এর পরেও যে সব শিক্ষার্থী ক্যালেন্ডার হাতে পায়নি, তাদেরকে অতি সত্তর নিজেদের কপি সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিকে সকল শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করেছেন উপজেলার ঐতিহ্যবাহী দারুল আবরার মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মাদ তরিকুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।