প্রিয় নবীন আজকে তোমার এই অর্জনের জন্য তুমি অনেক কষ্ট করেছো। কষ্ট অনুযায়ী তুমি সফলতা পেয়েছো। আমরা তোমাকে অভিনন্দন জানাই। তারি সাথে পরবর্তী পড়াশুনার জন্য শুভকামনা করছি। তোমার স্বপ্ন বাস্তবায়ন হোক এমন প্রত্যাশা করি। আজ আমার বাস্তব অভিজ্ঞতার কথা তোমাদের মাঝে শেয়ার করছি। যাতে তোমার প্রাপ্ত রেজাল্টে ভেঙে না পড়।
ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যে পরীক্ষাটাই দিয়েছো সেটাই মনে হল তোমার কাছে অনেক বড় পরীক্ষা। আজ সত্যিই একটি বড় পরীক্ষার ফলাফল অর্জন করেছো। এই জন্য বলব তোমার কলেজ তোমার জেলায় অবস্থিত। কিন্তু বিশ্ববিদ্যালয় একটা বিভাগীয় শহরে থাকে। এবারে তোমার অনেক পরিশ্রম করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি যুদ্ধে অংশ গ্রহণ করতে হবে। এখানে সকল জেলা থেকে মেধাবীরা ভর্তি পরীক্ষা দিবে তাই এগিয়ে যাও সামনে। আমি খুলনা আর্ট একাডেমিতে চারুকলা ভর্তি কোচিং পরিচালনা করছি ২০১০ সাল থেকে। বর্তমানে ১৫ তম ব্যাচ পরিচালনা করছি। সেই অভিজ্ঞতার স্থান থেকে বলছি মনে রেখো জিপিএ 5 দিয়ে কাজ হবে না। যদি তোমার চেষ্টা না থাকে। আমি 2.30 পাওয়া শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেধাতালিকায় পড়ার সুযোগ করে দিয়েছি। কিন্তু জিপিএ 5 পেয়ে তারা ওয়েটিং লিস্টে থাকতে পারেনি। তাই রেজাল্ট কোন বিষয় না। তোমার যে রেজাল্ট এসেছে সেই রেজাল্ট নিয়ে এগিয়ে যাও তোমার লক্ষ্যে।
আর যারা এইবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছো তারা মন খারাপ করবেনা।
তোমাদের সামনে ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে। পড়াশোনা ছেড়ে দিওনা। প্রয়োজনে কারিগরিতে পড়ালেখা করো তবুও পড়ালেখার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো। পড়ালেখার বিকল্প কিছুই নাই।
বিঃদ্রঃ এ বছর দেশের এই পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে এবং সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাই সকলের আশা স্বরূপ রেজাল্ট পাইনি। তাই দুশ্চিন্তায় ভুগছে আমাদের দেশের শিক্ষার্থীরা। এই বিষয়টি যদি সরকার বিবেচনা না করেন তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের গতিপথ পরিবর্তন হতে পারে তাই আমি অনুরোধ করছি যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের খাতা গুলো পুনরায় দেখার জন্য অনুরোধ জানাই। প্রেস বিজ্ঞপ্তি