নিজস্ব প্রতিবেদক:
কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের (২০২৫-২০২৭) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ভোরের কাগজ এর উপজেলা প্রতিনিধি শহীদুল আলম মুন্না সভাপতি ও দৈনিক নতুন দিন এর উপজেলা প্রতিনিধি মোঃ পান্নু শিকদার কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আরও যারা রয়েছেন: সহ-সভাপতি মোঃ আহাদুল হাসান (দৈনিক ইত্তেফাক), মোঃ কামরুল হাসান (সাপ্তাহিক বার্তার বিচিত্রা), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ (দৈনিক বাংলাবাজার পত্রিকা), মোঃ রাজিব ওমর (ঢাকা কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ আম্মার মিয়া অসীম (দৈনিক দেশের কন্ঠ), মোঃ জামাল শেখ (দৈনিক আমার বার্তা), কোষাধ্যক্ষ মোঃ হাবিব শেখ (দৈনিক মাতৃজগৎ), দপ্তর সম্পাদক মোঃ জামাল মোল্লা (বাংলার নিউজ), উপ-দপ্তর সম্পাদক সমাদ্দর আব্দুল্লাহ সৈয়ব (Daily Observer Post), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন (সাপ্তাহিক মধুমতি কণ্ঠ), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ হোসেন মুছা (দৈনিক শেষ সংবাদ), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ শেখ (দৈনিক বাংলাদেশ পত্রিকা), সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ বাহাউদ্দিন তালুকদার (দৈনিক স্বাধীন সংবাদ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোস্তফা (বিএস টেলিভিশন), মহিলা বিষয়ক সম্পাদিকা ইরিন জামান ইরা (দৈনিক প্রথম কথা), নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কে, এম আহসান হাবিব দুলাল (দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), কার্যনির্বাহী সদস্য শাহ মোহাম্মদ আলম (নন্দন টেলিভিশন), মোঃ ইব্রাহীম মোল্লা (পিপলস নিউজ ২৪), নুর মোহাম্মদ খাঁন নুন্না (সাপ্তাহিক অপরাধ জগৎ) সিনথিয়া জান্নাত হিয়া (PriyoLive.Tv), ওবায়দুল্লাহ আল মাহমুদী (আজকালের আলো)।
এছাড়াও সাধারণ সদস্য: মোঃ জামাল সরদার (দৈনিক চেতনার বাংলা), মোঃ ফাহিম মুন্সী (দৈনিক জবাবদিহি), মোঃ শামীম উল হক (দৈনিক প্রলয়)।