সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ফোর্ব প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জে সিএওদের নিয়ে অভজ্ঞিতা বিনিময় র্কমশালা’র আয়োজন করা হয়। ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‘সিএসও প্রতনিধিদিরে নিয়ে অভজ্ঞিতা বিনিময় র্কমশালা’র শেষে উল্লখেতি ব্যক্তদিরে নিয়ে ন্যাশনাল ফোরাম অন ফোর্ব এন্ড হারমুনি সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। গণতান্ত্রকি পদ্ধতিতে সকলরে মতামত নিয়ে কমিটি গঠন ও নতেৃত্ব নর্বিাচন সম্পন্ন হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা নূর হোসাইনকে সমন্বয়ক এবং সামিনা চৌধুর মনি, সৌমিক চক্রবর্তী, প্রিয়াংকা হিজরা, নূরুল হাসান আতাহার ও সিরাজুল ইসলাম পলাশকে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করে কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সবাইকে কমিটির সদস্য হিসেবে গণ্য করা হয়।
সুনামগঞ্জ পিএফজির পিস এ্যাম্বাসেডর মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে সুনামগঞ্জ সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাইদ এবং কুদরত পাশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, স্বামী হৃদয়ানন্দ মহারাজ, মাওলানা ফয়জুননূর ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর পিএফজির নারী এ্যাস্বাসেডর শাহীনা চৌধুরী রুবি।
র্কমসূচিকে আরও শক্তশিালী ও গতিশীল করার লক্ষ্যে এ ফোরামে র্ধম অথবা বশ্বিাসরে স্বাধীনতা এবং সম্প্রীতি নিয়ে চলমান র্কমসূচিতে যুক্ত এবং সহায়তাদানকারী নাগরকি নতেৃত্ব, নাগরকি সংগঠনরে প্রতনিধি এবং র্ধমীয় নতেৃবৃন্দকে সদস্য করা হয়।
সভায় বক্তব্য রাখেন, পল্লব ভট্টাচর্যি্য, তৃষ্ণা আক্তার রোশনা, লক্ষী রানী দাস, প্রতিমা রানী দাস, সাংবাদিক জসিম উদ্দিন, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস, আমিনুল হক, দিলাল আহমদ, আল মারজান, মাওলানা, ইউনুছ, মাওলানা শহিদুল ইসলাম, ফুল মালা, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মুবাশ্বির আলী।