এম ওবায়দুল্লাহ আল মাহমুদী, কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে কোমলমতি শিশু ছাত্র-ছাত্রী ও ছোট বড় সকলেই যেন যেকোনো পরিস্থিতিতে খালি হাতে নিজে আত্মরক্ষা করতে পারে এই প্রত্যয় নিয়ে সিনবাদ কুং ফু একাডেমী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলার কনফারেন্স হলে সিনবাদ কুং ফু একাডেমী’র শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিনবাদ কুং ফু একাডেমী’র আবাসিক প্রশিক্ষক মোঃ নাসির সিকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে সিনবাদ কুং ফু একাডেমী’র শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাসেদুজ্জামানের পক্ষ থেকে উপজেলা সমাজ সেবা অফিসার শেখ বজলুর রশিদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনবাদ কুং ফু একাডেমী’র প্রধান প্রশিক্ষক মাহবুব ই রাব্বানী।
কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি শহীদুল আলম মুন্না’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ মিল্টন খান, বিশিষ্ট সমাজসেবী মোঃ করম আলী সিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন, আল খিদমাহ্ হজ্জ গ্রুপের চেয়ারম্যান ও তিতাগ্রাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মহিউদ্দিন বিশ্বাস,কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি বায়তুল হাসান চৌধুরী, সাধারন সম্পাদক ইবাদুল রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ রায়হান মুন্সী জসিম, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ আহমেদ পরশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম, সাধারণ সদস্য মোঃ সোহানসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।