স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংলাপের নামে বৈরীতা করছে,,গত ৪ ডিসেম্বর ২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপের জন্য ঘোষনা দেন।এতে শূধু মাত্র তার পাতানো কিছু রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি,, এবং বেশ কিছু রাজনৈতিক দলকে দেওয়া হয়নি অতিথি তালিকায় নাম। বাংলাদেশের বিগত ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে থাকা, এবং পরবর্তী সময়ে সকল রাজনৈতিক সংকট মোকাবেলায় অংশগ্রহণকারী দল, বাংলাদেশের আপামর জনসাধারণের আশ্রয় স্থল,ও জনগণের পক্ষে নেতৃত্ব দানকারী জনপ্রিয় দল, আমার দেশ আমার অধিকার পার্টি ADAP কে আমন্ত্রণ না জানানোর মাধ্যমে সরকার বৈরীতা ও নতুন বৈষম্যের সৃষ্টি করেছে।আমরা মনে করি, দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায়,ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জনগণের পক্ষে কথা বলার জন্য, আমার দেশ আমার অধিকার পার্টি ADAP এর বিকল্প নেই। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের এই জাতীয় সংলাপে এডিএপি পার্টিকে আমন্ত্রণ না জানানোর মাধ্যমে, জনগণকে কোনঠাসা করা হয়েছে,, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং পুনরায় নিবন্ধীত অনিবন্ধিত সকল রাজনৈতিক সংগঠনকে আনুষ্ঠানিক ও সম্মান জনক ভাবে ডেকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।
শেখ সাখাওয়াত তানজীন, সভাপতি আমার দেশ আমার অধিকার পার্টি ADAP