রাজ্জাকুন্নাহার সুমী, কিশোরগঞ্জ:
ডিএমএফ এবং ম্যাটসদের অবৈধভাবে রোগীর চিকিৎসা দেওয়ার অধিকার চাওয়ার প্রতিবাদে দেশের এমবিবিএস ও বিডিএস ডাক্তারদের কঠোর অবস্থান এখন বহুল আলোচিত একটি ইস্যু। এরই ধারাবাহিকতায় সারাদেশের মেডিকেল কলেজগুলোর ন্যায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে অবস্থিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজেও অবৈধভাবে চিকিৎসা দেওয়ার অধিকার চাওয়ার প্রতিবাদে আজ ১লা মার্চ,২০২৫ ইং রোজ শনিবার পালিত হয় বিক্ষোভ ও মানববন্ধন। অত্র মেডিকেল কলেজের সকল এমবিবিএস শিক্ষার্থীদের সাথে সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন অত্র মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান সহ সকল সিনিয়র ডাক্তার,রেজিস্ট্রার,মেডিকেল অফিসার, লেকচারার ও ইন্টার্ণ ডাক্তার।উক্ত মানববন্ধনে মেডিকেল শিক্ষার্থীদের সাথে মাননীয় অধ্যক্ষ মহোদয়সহ উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইয়্যেদুর রহমান, গাইনী এবং অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামিনা সুলতানা, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডা. ইউসুফ হোসাইন,ডা. সায়মন তৌহিদ ও ডা. ইমতিয়াজ আহমেদ তাজ, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আফজাল হোসাইন সরকার ও ডা. সাহিব আশরাফুল,প্যাথলজি বিভাগের প্রভাষক ডা. শিমুল দাস,সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রাসেল মাহমুদ,কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. খন্দকার মোস্তাকিম আহমেদ, এনাটমি বিভাগের প্রভাষক ডা. তৌশিক আহমেদ তুহিন সহ আরও অনেকেই। উল্লেখ্য, ডাক্তারদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সকল ক্লাস,পরীক্ষা বর্জন ও কর্মবিরতির ঘোষণা দেয় প্রতিবাদী শিক্ষার্থী ও ইন্টার্ণ ডাক্তাররা। শুধু রাস্ট্রপতি আবদুল হামিদ মেডিকেলেই নয়,দাবী আদায় না হলে সারাদেশের এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী ও ডাক্তারগণ আরও কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারী দিয়েছেন।