নিজস্ব প্রতিবেদক:
ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনী বাংলাদেশ জাতীয় জাদুঘরে গত ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ,ইন্ডিয়া (যাদবপুর ইউনিভার্সিটি,
কলকাতা,ইন্ডিয়া) এবং নেপাল কর্তৃক আয়োজিত কেপিআর ইন্টারন্যাশনাল প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের মধ্যে সেরা শিল্পী হিসেবে পুরষ্কার পেয়েছেন খুলনা আর্ট একাডেমির শিক্ষিকা মার্জিয়া বসরী বিথী।
তার এই সাফল্যে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস অভিনন্দন জানান। কারণ মার্জিয়া বসরী বিথী খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের জন্য শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সে সময় তার মধ্যে শিল্পচর্চার আগ্রহ দেখে চিত্রশিল্পী মিলন বিশ্বাস ছবি আকাঁর জন্য সহযোগিতা করেন। তাই এই প্রাপ্তিতে তিনি অত্যন্ত আনন্দিত। মার্জিয়া বসরী বিথী প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার পরে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এবং ছবি আঁকার জন্য সব সময় সহযোগিতা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাকে গুণী বালিকা বলে উপাধি দেন তাই শুনতে পারবো দেখে প্রশংসা করেন।এই গুণী বালিকা আর্ট কলেজে পড়েনি। কিন্তু তার মধ্যে শিল্প সত্তার গুণাবলী রয়েছে। তাই খুলনা আর্ট একাডেমির পরিবার খুবই আনন্দিত এবং গর্বিত। খুলনা আর্ট একাডেমির সদস্যরা দেশে বিদেশে সুনাম অর্জন করে ফিরলে আমার শিল্প সাধনা সফল হবে। এই প্রাপ্তিতে তার পিতামাতা ও হাজবেন্ড তাদেরও অভিনন্দন জানাই কারণ তাকে শিল্পচর্চা করার সুযোগ করে দেওয়ার জন্য তার প্রতিভা বিকশিত হয়েছে।
সবাই আমাদের গুনিবালিকা বিথী ম্যাডামের জন্য শুভ কামনা করবেন। এমন প্রত্যাশায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি।