রিফাত, বেড়া (পাবনা) প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে কাজিরহাট ঘাটে সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ মার্চ) সকাল ১১টার সময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পাবনা মহোদয়ের প্রতিনিধি হিসাবে জনাব মোঃ মশিউর রহমান মন্ডল
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল)। রইজ উদ্দিন আহমেদ, স্পিড বোট মালিক সমিতি, কাজিরহাট নৌ ঘাট ও বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল বলেন, কাজীরহাট ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যাত্রীদের নিরাপত্তা স্বার্থে জেলা পুলিশ সর্বদা মাঠে থাকবে।
পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম বলেন, কাজীরহাট ঘাট দিয়ে ঈদে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করবে। যাত্রীদের কাছ থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। কাজীরহাট ঘাটে জরুরি প্রয়োজনীয় সকল ব্যবস্থা থাকবে। কাজীরহাট-আরিচা রুটে রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। স্পিডবোট গুলোতে পর্যপ্ত লাইফ জ্যাকেট থাকতে হবে। স্পিডবোটে জনপ্রতি ২২০ টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না। প্রতিটা স্পিডবোটে ১২জন যাত্রীর বেশি নেওয়া যাবে না।