ইছাহাক আলী, এনায়েতপুর, সিরাজগঞ্জ:
আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাট জামে মসজিদ চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে এনায়েতপুর কেজির মোড়ে প্রেসক্লাব চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে পথসভায় বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি চিকিৎসক মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৯৭১ সালে আমরা পাক হানাদার বাহিনীকে হারিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আবার ২০২৪ এর ৫ আগস্ট এদেশের মানুষ একটি স্বাধীন পরিবেশ তৈরি করেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেই স্বাধীন পরিবেশ ভুলুন্ঠিত করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আওয়ামী ষড়যন্ত্র এ দেশের মানুষেরা বরদাশত করবেনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের শান্তিকামী মানুষ তাদেরকে দাত ভাংগা জবাব দিবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, অফিস সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, মসজিদ মিশন বিষয়ক সম্পাদক মাওলানা আমির হামযা, জামায়াতে নেতা ক্বারি গোলাম মোস্তফা, ইদ্রিস আলম সহ এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।