রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও বাজারে কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতএক অভিযান পরিচালনা করেন। ২ রা ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।এ সময় তার সহযোগী ছিলেন কটিয়াদী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল। বিভিন্ন অনিয়মের দায়ে সেবা ডিপার্টমেন্টাল স্টোর, নাজিম মিষ্টি বিতান এন্ড হোটেল, হারুন মিষ্টি বিতান এন্ড হোটেল, এবং রিশম এন্টারপ্রাইজ সহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্যে অনিয়মের জন্য মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের, উপ-পরিচালক, হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।