রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ৫০নং মেড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা জেসমিন আরা দীর্ঘ ২৬ বছর যাবত ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়েছেন শিক্ষার আলো। বর্তমানে তার ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ কেউ এখন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কেউবা জনপ্রতিনিধি আবার কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই তাদের প্রিয় শিক্ষিকাকে চাকরি জীবনের শেষ কার্য দিবসকে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষিকা জেসমিন আরাকে অনুষ্ঠান শেষে তার বাড়িতে পৌঁছে দেন।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল ও নাসিরুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ নুরুল আমিন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলার শাখার সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা, শিক্ষক মোহাম্মদ আদিলুজ্জামান ও নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রিয় শিক্ষিকাকে বিদায় দিতে উপস্থিত সবাই অশ্রুসিক্ত নয়নে বিশেষ সম্মাননা দিয়ে তাদের প্রিয় শিক্ষিকাকে তার কর্মস্থল থেকে রাজকীয় ভাবে বিদায় দেন।