রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৮শে নভেম্বর বৃহস্পতিবার কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।
হাইব্রিড বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আজাহার মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়েরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।