রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজারে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে এই কর্মসূচি আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন আচমিতা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এলাকার সর্বস্তরের মানুষ।
ভুক্তভোগীরা জানান, মাহমুদুল হাসান কামাল নামে এক ব্যক্তি শনিবার বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেলসহ ছয়জনের বিরুদ্ধে অপপ্রচার চালান।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, মাহমুদুল হাসান কামাল একজন শীর্ষ সন্ত্রাসীর গডফাদার এবং ভূমি দস্যু। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার জন্য তাকে একাধিকবার উপজেলা প্রশাসনের জরিমানার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তার বেকু ও ট্রাক জব্দ করা হয়েছে। ভুক্তভোগীরা আরও বলেন, তার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্য তাদের মানহানি করেছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেবেন।