রতন ঘোষ, কটিয়াদী কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে, প্রণোদনা কর্মসূচির আওতায়, বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে গত বৃহস্পতিবার কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া ব্লকে সমলয়ে পদ্ধতিতে বোরো চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম।লোহাজুরি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় ও কৃষি যান্ত্রিকী কারণে এর মাধ্যমে ভরা মৌসুমে ধান কর্তন কালে কৃষি শ্রমিকদের সংকটের সমাধান সমলয় চাষাবাদ হবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানো ছাড়া আর কোন বিকল্প নেই। এই লক্ষ্য পূরণে খরপোষের কৃষি থেকে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে চাষাবাদ একটি সময়োপযোগী পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আজহার মামুদ, কটিয়াদী ব্লকের উপসহকারী কৃষি অফিসার মঈনুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, বনগ্রাম ইউনিয়ন ব্লগের উপসহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য সোনা মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বোরো চারা রোপনের মাধ্যমে বাংলাদেশের কৃষি ক্ষেত্র আধুনিকায়নের মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল এবং এর প্রেশার যত বৃদ্ধি পাবে তাতে কৃষি ও কৃষকের প্রভূত উন্নতি সাধিত হবে।