রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী নির্মান শ্রমিক কামাল উদ্দিন (৪৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি গ্রামে। আটক কামাল উদ্দিন উপজেলার জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।
ধর্ষিতার বাড়িও পাশা পাশি একই গ্রামে। এ ঘটনায় বুধবার থানায় অভিযোগ দিয়েছে ধর্ষণের শিকার প্রবাসী নারী।
জানা যায়, ভূক্তভোগী নারী (৫৫) দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে কাজ করে বেশ কিছু টাকা পয়সা উপার্জন করেন। তার টাকার উপর নজর পরে একই গ্রামের কামাল উদ্দিনের। বয়সে অন্তত দশ বছরের ছোট হলেও নানা রকম প্রলোভন দেখিয়ে সে রেজিস্ট্রি ছাড়া সামাজিক ভাবে বিয়ে করে তাকে। এরপর ছলে বলে কৌশলে হাতিয়ে নেয় তার সমস্ত টাকা। টাকা শেষ তার সাথে সম্পর্কও শেষ।
রেজিস্ট্রি বিহীন বিয়ে সামাজিক দেন দরবারেই বিচ্ছেদ ঘটে। ইদানিং প্রবাসী নারী তার কিছু জমি বিক্রি করে। এ সংবাদ পায় কামাল উদ্দিন। তার লোভ পড়ে জমি বিক্রির টাকার উপর। সে আবার সম্পর্ক করতে চায় তার সাথে। নানা রকম কলাকৌশল শুরু করে। কিন্তু তার মনগলাতে না পেরে প্রভাব বিস্তারের জন্য ভয়ভীতি দেখানোর কৌশল নেয়।
মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রনিয়ে তার ঘরে প্রবেশ করে ৫০হাজার টাকা কর্জ চায়। কিন্তু টাকা ব্যাংকে, ঘরে নাই বলে জানায়। সম্পর্ক কাছে আনার কৌশলকরে সে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ সময় ডাক চিৎকার শুরু করলে সে বিয়ের আশ্বাস দেয়। এ ব্যাপারে আইনের আশ্রয় নিলে খুন জখমের হুমকি দেয়। ভূক্তভোগী জানান, তার সাথে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে। জমি বিক্রির টাকার লোভে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও পরে খুন জখমের হুমকি দেয়। অপারগ হয়ে থানায় অভিযোগ দায়ের করি।
অভিযুক্ত কামাল উদ্দিন বলেন, তার সাথে সামাজিক ভাবে আমার বিয়ে হয়েছে। মাঝে মধ্যে ঝগড়া জাটি হয়। তবে আমাদের বিচ্ছেদ হয় নাই। আমি প্রায় সময়ই তার সাথে থাকি। কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ধর্ষিতা নারীর অভিযোগের ভিত্তিতে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।