রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৫ই মার্চ সারা দেশের ন্যায় কটিয়াদীতে ও জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলায় মোট ২৬১টি কেন্দ্রে ৪৭ হাজার ৩৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা, ডেপুটি সিভিল সার্জন দিদারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ঈসা খান, আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ শাহরিয়ার, মেডিকেল অফিসার মেহেদী হাসান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম বাচ্চু, এমটি ইপিআই রিয়াজ মাহমুদ প্রমুখ পরবর্তীতে তারা বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন অস্থায়ী কেন্দ্র ও পরিদর্শন করেন।
কটিয়াদী উপজেলায় মোট ২৪১টি কেন্দ্রে ৪৮হাজার ২৫৫ জন শিশুকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬মাস থেকে৫৯ মাস বয়সীদের ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকলেও সেখানে সর্বমোট ৪৭হাজার ৩৩৭ জন শিশুকে "এ" ক্যাপসুল খাওয়ানো হয়। কটিয়াদী উপজেলার এমটি ইপিআই কর্মকর্তা রিয়াজ মাহমুদ মুক্তা বলেন, ব্যাপকভাবে প্রচার প্রচারণা করা হয়েছে যাতে কোন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পরে। ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরের দুই বার ৯৮% শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ফলে, ভিটামিন "এ" এর অভাব জনিত অন্ধত্বের হার দুই শতাংশের ও নিচে নেমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও অনেক কমেছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল গ্রহনে বাদ পড়া শিশুদের ব্যাপারে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ঈছা খান, বাদ পড়া শিশুদেরকে পর্যায়ক্রমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।