এম ওবায়দুল্লাহ আল মাহমুদী, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীর পিংগলিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে মাদ্রাসার শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীতে দৌড়, লাফ, বর্ষা নিক্ষেপ, লৌহ গ্লোব নিক্ষেপ, কবিতা আবৃত্তি, বক্তৃতা, কুইজ, হাম – নাথ ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় প্রথম শ্রেনী থেকে স্নাতক শ্রেনীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো, গোলাম কবির।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো, মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাহিদুর রহমান মিটুর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, অফিসার ইনচার্জ (ওসি) মো, শফিউদ্দিন খাঁন, সমাজ সেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম, সমবায় কর্মকর্তা মো, মোরাদ আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুন্সী ওয়াহিদুজ্জামান ও আজীবন দাতা সদস্য মো, সোরাফুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ সহ মাদ্রাসার শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।