কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে শতাধিক দরিদ্র পথচারীদের মাঝে ঈদুল ফিতরের ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজান জান্নাত।
২৬ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭ টায় উপজেলা সদর কাশিয়ানী বাজারের বিভিন্ন সড়কে ঘন্টা ব্যাপী ঘুরে ঘুরে দরিদ্র ভ্যান চালক ও অসহায় পথচারীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রকৌশলী সজল কুমার দত্ত, সমবায় কর্মকর্তা মো, মুরাদ আলি, এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার নিজামুল হক, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, সাধারণ সম্পাদক পান্নু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আহমেদ পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।