সুদীপ্ত মিস্ত্রী, ডুমুরিয়া প্রতিনিধিঃ
নারী - কন্যার সুরক্ষা করি,সহিংসতামুলক বিশ্ব গড়ি "প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে (৯ ই ডিসেম্বর ২০২৪ ইং) সোমবার দুপুর ১২ টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল কাইউম জমাদ্দার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,নারী স্বাধীনতার অন্যতম আলোকবর্তিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্রিটিশ ভারতে কুসংস্কারাচ্ছন্ন ধর্মান্ধ পরিবেশে পুরুষতান্ত্রিকতার শিকল ভাঙার মানসে অবিভক্ত বাংলায় তিনিই প্রথম নারী শিক্ষার পক্ষে শক্ত লেখনী ধরেছিলেন। যুক্তির মাধ্যমে বুঝিয়েছিলেন, কেন পুরুষের পাশাপাশি সমাজ গঠনে নারীদেরও ভূমিকা রাখা জরুরি। তাই তো তাঁর লেখা পড়ে আজও নারীরা আলোড়িত ও আন্দোলিত হন।
এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান,সমাজসেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস,উপজেলা পরিবার কল্যাণ পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহম্মেদ,উপজেলা সিনিয়র পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম,ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,এ্যাড.মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে বিভিন্ন ক্যাটাগরীতে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিজয়া সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কৃপা বিশ্বাস, সফল জননী মলিনা বিশ্বাস,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী সন্ধ্যা মন্ডল,সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী রাশিদা বেগম কে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।