মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে (২৮ মার্চ শুক্রবার) এক বিশাল ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়, উক্ত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব) খুলনা বিভাগীয় কমিশনার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জনাব রেজাউল হক পিপিএম রেঞ্জ ডিআইজি বাংলাদেশ পুলিশ খুলনা। জনাব মোঃ জুলফিকার আলী হায়দার পুলিশ কমিশনার খুলনা। আরো উপস্থিত ছিলেন জনাব টি এম মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা। আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীম সহকারি কমিশনার ভূমি খুলনা। এ সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি এমদাদুল হক, সহ সভাপতি বাদশা, সহ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক এবং বাগেরহাট জেলার সহ-সভাপতি সংস্থার পক্ষ থেকে নিষ্ঠা ও দক্ষতার সাথে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।