নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালীর গলাচিপায় সাধারন শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। ২২ ডিসেম্বর ২০২৪ ইং রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিছু শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সাধারন শিক্ষকরা নির্বাচনের মাধ্যমে সমিতি গঠন করার দাবি জানালে হট্টগোল বাজে। এসময় তাড়াহুড়া করে ৯ জনকে নিয়ে কমিশন গঠন করে রাজা মিয়াকে সভাপতি ও মাসুম বিল্লাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গলাচিপা উপজেলার সাধারণ শিক্ষকরা বলেন যাকে সভাপতি করা হয়েছে তিনি অত্র উপজেলায় অনেক বিতর্কিত শিক্ষক বটে। তাঁরা আরও বলেন এরকম বিতর্কিত শিক্ষক আমরা এই সমিতির সভাপতি হিসাবে মূল্যায়ন করতে পারি না আমরা নির্বাচনের মাধ্যমে শিক্ষক সমিতি গঠন করতে চাই। যাদেরকে নিয়ে কমিশন গঠন করা হয় তারা হলেন মোঃ সিদ্দিকুর রহমান সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ জাহাঙ্গীর হোসেন খান সহ সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান সভাপতি গলাচিপা পৌর বিএনপি, মোঃ শাহিন খন্দকার সাংগঠনিক সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ মাসুম বিল্লাহ যুগ্ম সাধারন সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ নিজাম উদ্দিন প্রধান শিক্ষক গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আলমগীর হোসেন প্রধান শিক্ষক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এম এ মতিন সভাপতি জেলা শিক্ষক সমিতি ও মনজুরুল আহমেদ সদস্য সচিব জেলা শিক্ষক সমিতি।