এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
ঢাকার গাজীপুরের কালিয়াকৈর থানাধীন পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় আয়েশা (১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান তার আত্মীয়রা। হয়রানি এড়ানোর জন্য সেখানকার পুলিশকে না জানিয়েই রাতেই স্বামী আলমগীর নওগাঁর নিয়ামতপুর উপজেলার পৌলানপুর এলাকায় মৃতদেহ নিয়ে চলে আসে। সংবাদ পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
আয়েশা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মৌজাশাখাতি এলাকার আব্দুল বারেকের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এ ঘটনায় (রবিবার) দুপুরে আয়েশার বোন জামাই থানায় হাজির হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এগারো মাস আগে আলমগিরের সাথে বিয়ে হয় আয়েশার। বিয়ের পর থেকেই তারা কালিয়াকৈর এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। গত শনিবার সকালে আলমগীর আয়েশাকে রেখে কাজে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে এসে তার স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখেন। বিষয়টি তার শাশুড়ী, শ্যালকেকে জানালে তারা উপস্থিত হলে পুলিশি ঝামেলা এড়াতে আলমগীর স্ত্রীর মৃতদেহ এ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
ওসি হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।