নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাজনৈতিক মামলায় যুবলীগ নেতাকে কারাগারে প্রেরন করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীনের নির্দেশে থানার এস আই সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আঃ ওয়াহিদের ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১২ তারিখ-১৯/১১/২০২৪ইং ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/ ৪৩৬/ ৩৮০/১১৪-এর আসামী মোঃ আক্তার হোসেনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত আসামী আক্তার হোসেনকে আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।