নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাট জেলার রিজার্ভ, সদর সার্কেল অফিস, পাঁচবিবি থানা এবং বিশেষ কল্যাণ সভা উপলক্ষে রাজশাহী রেঞ্জ, ডিআইজি মোঃ আলমগীর রহমান উপস্তিত ছিলেন। প্রথমে জয়পুরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, জয়পুরহাট মুহম্মদ আবদুল ওয়াহাব।
পরবর্তীতে ডিআইজি মোঃ আলমগীর রহমান জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে।
পরবর্তীতে সকাল ০৮:০০ টার সময় জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী রেঞ্জ, ডিআইজি মোঃ আলমগীর রহমান।
প্যারেড শেষে তিনি জেলা পুলিশের যানবাহন শাখা, ফোর্স ব্যারাক, মেস, অস্ত্রাগার, এমআই সেন্টার, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন সংশ্লিষ্ট সকল অফিস পরিদর্শন করেন। সেই সাথে দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর রহমান, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী। এ সময় জয়পুরহাট জেলার পুলিশ সুপার, মুহম্মদ আবদুল ওয়াহাব এর সভাপতিত্বে উক্ত কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন ধরনের বক্তব্য শুনেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কে, এম, এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মোঃ আফজালুল হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), জয়পুরহাট অফিসার ইনচার্জ সকল থানা, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি, আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ।