মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার মাহফিলের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা যুব বিভাগের সভাপতি জনাব কাজী আব্দুল মালেক শাহ্ বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির আক্তারুজ্জামান বাদল, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক ডা: মোশাররফ হোসেন, কিশোরগঞ্জ উপজেলা যুব বিভাগের সাভাপতি শিব্বীর আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের পরিচালনায়, কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের যুব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।