থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) পরিচালিত পিআরএলসি প্রকল্পের আওতায় বান্দরবান জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি ও প্রথাগত হেডম্যান-কারবারি এবং সুশীল সমাজের অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিএনকেএস জেলা প্রধান কার্যালয় সভা কক্ষে পিআরএলসি প্রকল্পের আওতায় বিএনকেএস এনজিও আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায়, ইউরোপিয়ান ইউনিয়ন অর্থায়নে, জেলা পর্যায়ে অংশীজনের প্রতিনিধি অংশগ্রহণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা উপস্থাপনায়, মতবিনিময় সভায় বিএনকেএস এনজিও সভানেত্রী নেমকিম বম সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য, সাধুরাম ত্রিপুরা মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেডম্যান সানুচিং মারমা, কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংপ্রু মারমা, মানবধিকার কর্মী অংচনু মারমা, জামছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যসিংশৈ মারমা ও হেমম্যান উনিহ্লা মারমা প্রমুখ। এছাড়া জেলা সরকারি-বেসরকারি, প্রথাগত হেডম্যান-কারবারি ও অংশীজনের প্রতিনিধি এবং বিএনকেএস-গ্রাউস-তহজিডং এনজিও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পিআরএলসি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলা সরকারি-বেসরকারি ও প্রথাগত হেডম্যান-কারবারি এবং সুশীল সমাজের অংশীজনের প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় তারা বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য এবং জবাবদিহিতা নিশ্চিত করে সুবিধাভোগী দের উন্নয়নের লক্ষ্যে বিশেষ নজর দিতে হবে। গণঅভ্যুত্থানের অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের সহায়ক ভূমিকা পালন করতে এনজিওদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং চলমান কার্যক্রমের ধারনাপত্র উপস্থাপন করেন, বিএনকেএস এনজিও মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্প সমন্বয়ক, উক্যমং মারমা।