নিজস্ব প্রতিবেদকঃ
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) (বিএনপি অনুমোদিত একটি পেশাজীবি সংগঠন)
প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা সভাপতি, পটুয়াখালী জেলা ডিইএব এবং মোঃ সোয়েব মাহমুদ সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা ডিইএব স্বাক্ষরিত ২০ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গলাচিপা উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত এ কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু কে ফুলেল শুভেচছা জানান এসময় আরো উপস্থিত ছিলেন ডিইএব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে সাইফুজ্জামান সান্টু ও মহাসচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।
১।মোঃ আতিকুর রহমান- আহবায়ক
২।মোঃ আবদুর রহমান-সিনিয়র যুগ্ম আহবায়ক
৩।শাহনেওয়াজ তালুকদার-যুগ্ম আহবায়ক
8।মোঃ বেল্লাল খান-যুগ্ম আহবায়ক
৫।মোঃ শাহীন সরদার-যুগ্ম আহবায়ক
৬।মোঃ মিরাজ মিয়া-যুগ্ম আহবায়ক
৭।মোঃ কামরুজ্জামান মৃধা-যুগ্ম আহবায়ক
৮।মোঃ নিশাত-যুগ্ম আহবায়ক
৯। তারেক রহমান-যুগ্ম আহবায়ক
১০।রিসাত রায়হান-সদস্য সচিব
১১।মোঃ জুয়েল খান-সদস্য
১২।আরাফাত জাহান আকাশ- সদস্য
১৩।মোঃ রাকিবুল ইসলাম- সদস্য
১৪।মোঃ জহিরুল ইসলাম- সদস্য
১৫।মোঃ সাইদুল ইসলাম- সদস্য
১৬।মোঃ আদনান আল-আমিন- সদস্য
১৭।মোঃ মাসুম বিল্লাহ-সদস্য
১৮।মোঃ অলিউল ইসলাম টিটু- সদস্য
১৯।মোঃ রাশেদ- সদস্য
२०।মো: ইমাম হোসাইন-সদস্য
২১।মোঃ ইউসুফ সিকদার-সদস্য
২২।মোঃ জাহিদুল- সদস্য
২৩।মোঃ আইয়ুব হোসেন- সদস্য
২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক অনুমোদন দেয়া হল, আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশ দেয়া গেলো।