মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:
নীলফামারীর ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিদ্রোহী প্রকৃত ছাত্র আন্দোলনকারীরা এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে একটি ভূয়া কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।
গত জুলাই-আগস্ট ২৪ তারিখের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকৃত ত্যাগী কর্মীদের ব্যাতীত রেখে নীলফামারী জেলা কতৃক কমিটি একটি পূর্নাঙ্গ কমিটি প্রদান করলে ডিমলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক গ্রুপ তা জড়ালো ভাবে প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
বিক্ষোভ মিছিলে আন্দোলন কারীরাদের মধ্যে মোঃরাব্বি ইসলাম, নীলফামারী সরকারি কলেজ, হাজি মোহাম্মদ দানেশ প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সুজন ইসলাম মূখ্য সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে আরও বক্তব্য দেন, মোঃ মোঃ ফয়জুর রহমান ফয়েজ,মোছাঃ নুপুর আক্তার,মোঃ রানা ইসলাম সম্মুখ সাড়ি থেকে আন্দোলনকারী মোঃ রাব্বি ইসলাম বলেন প্রকৃত ছাত্র আন্দোলনের আদর্শের সাথে বেঈমানি করে গঠিত এই ভূয়া কমিটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ডিমলার মাটিতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, “আমাদের রক্ত, ঘাম ঝরিয়ে আদায় করা আন্দোলনকে পুঁজি করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, তাহলে তাদের কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এ সময় আন্দোলনকারীরা প্রকৃত ছাত্র নেতৃত্বের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং নীলফামারী জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই ভূয়া কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রকৃত ত্যাগী ছাত্রদেরকে নিয়ে পূর্নাঙ্গ কমিটি দেওয়ার জন্য আহ্বান করেন।