মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী নাহিদ মিউ মার্কেটে অবস্থিত কোলাহোল মুক্ত সুন্দর মনোরম পরিবেশে দিনি শিক্ষার আলো ছড়চ্ছে দারুল আবরার মাদ্রাসা। অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শত শত শিক্ষার্থী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন অভিভাবকদের সাথে কথা হলে তারা বলেন, অত্র এলাকার হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউ মার্কেটে অবস্হিত দারুল আবরার মাদ্রাসা একটি ঐতিহ্যেবাহী মাদ্রাসা। তাছাড়া এই মাদ্রাসার রেজাল্ট অত্যান্ত সন্তোষজনক। আপনার ছেলে-মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে আজও আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন ঐতিহ্যবাহী দারুল আবরার মাদ্রাসায়। এদিকে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ তরিকুল ইসলাম বলেন, একমাত্র দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্যই এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের হিফ্জ কোরআন বিভাগ, হিফ্জ রিভিশন বিভাগ, নাজেরা বিভাগ, প্রি-ক্যাডেট, মক্তব বিভাগ, কিতাব বিভাগ সহ এখানে হিফজ এর পাশাপাশি পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। হিফ্জ মডেল মাদ্রাসা, নুরানী প্রি-ক্যাডেট মাদ্রাসায় রয়েছে পৃথক পৃথক ব্যবস্থা। এছাড়াও মহিলা শাখার মক্তব, হিফ্জ, কিতাব, উর্দু, কায়দা ও মিশকাত বিভাগে বিশেষ ব্যাবস্থায় ভর্তি চলিতেছে। ভর্তি চলিতেছে নুরানী কিন্ডার গার্ডেনে প্লে থেকে ৫ম শ্রেণিতে। নুরানী মক্তব ও নাজেরা আবাসিক, হিফজ আবাসিকে ভর্তি চলিতেছে। আপনার ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা।