মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁর গোপাই গ্রামে ২৯ মার্চ শনিবার তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে সদস্যরা নিজেদের অর্থায়নে গোপাই, ভবানীনগর, কুজাগাড়ী তিনটি গ্রামের ৪০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী সেমাই, চিনি, তেল, মসলা, নতুন পোশাক দুস্হ অসহায় পরিবারের মাঝে তুলে দেন।
তরুন্যের আলোর সভাপতি আলমগীর কবির সুমন বলেন সমাজের দুস্হ ও অভাবী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারুন্যের আলোর এই প্রচেষ্টা। সকলের উচিৎ ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করা।
সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী বলেন রক্তদান, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ সহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি। এই ঈদে যেন সমাজের পিছিয়ে পড়া মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তার জন্য পঞ্চম বারের মতো ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মোতাহার হোসেন সহ-সভাপতি রবিউল ইসলাম অর্থ সম্পাদক আমিনুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নাদিম হোসেন, রিফাত,সিদ্দিক,রহমত,সাগর,আদম,ইউসুফ প্রমুখ।
সহ এলাকার গুন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।