মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামে ধান কাটতে বাঁধা ও জলিল ফকির (৭০) নামে একজন কে কুপিয়ে আহত করায় থানায় অভিযোগ করেন।
১৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার সময় ধান বপন কৃত মালিক নজরুল ফকির কৃষক নিয়ে তার বপন কৃত জমির ধান কাটার সময় প্রতিবেশী খোরশেদ ফকির পিতা মৃত ওসমান ফকির তার লোকজন ফরহাদ ফকির, মুরাদ ফকির, সোহরাব ফকির, তুরাপ ফকির, আলামিন ফকির, ফরিদ ফকির,জুয়েল ফকির, রিজু ফকির গং দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, রামদা,কাচি, লোহার রড নিয়ে নজরুল ফকিরের লোকজনের উপর হামলা চালায়। এসময় ফরিদ ফকির পিতা- বিল্লাল ফকির জলিল ফকির কে কুপিয়ে গুরুতর আহত করে।এছাড়া খোরশেদ ফকির এর লোকজন বাইড়াইয়া জখম করে।জলিল ফকির পিতা মৃত সোনাউল্লাহ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।নজরুল ফকির বলেন আমার বপন করা ধান আমার লোকজন দিয়ে কেটে আনার সময় খোরশেদ মাতুব্বর এর লোকজন আমার লোকজন কে মারপিট করে এবং সে সময় জলিল ফকির কে কুপিয়ে গুরুতর আহত করে।এবিষয়ে হামলাকারীদের নামে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেছি।
খোরশেদ ফকির বলেন আমার ডিগ্রি প্রাপ্ত জমি থেকে তারা ধান কাটছে খবর পেয়ে আমরা বাধা দেই সে সময় কার কাচিতে কাটছে তা জানিনা।