মতিয়ার রহমান:
মালদহ জেলার কালিয়াচক হতে দুই পা ফেলিয়া আলিপুর। আলিপুর পিস ফাউন্ডেশন আয়োজিত সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম গরীব দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান শিবির ছাড়াও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল গতকাল। পবিত্র কুরআন শরীফের অংশ বিশেষ পাঠ করে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন ফাউন্ডেশনের সম্পাদক ফরিদ আক্তার। তিনি তাঁর বক্তব্যে জানান যে, এবার তাঁদের ফাউন্ডেশনের নবম বর্ষপূর্তি। কোন রকম সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই তাঁদের প্রায় শখানেক সদস্যদের আর্থিক সহযোগিতায় এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, গরিব দুঃস্থ অসহায়দের বাইরে চিকিৎসার খরচ জোগান দেন তাঁরা। শুধু কি তাই! গরিব দুঃখী কন্যাদায় গ্রস্থ বাবা মায়ের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা দিয়ে তাঁদের মুখে হাসি ফোটাতে সদা প্রস্তুত তাঁরা।
আম, রেশম ও চামড়া রপ্তানিতে সেরার সেরা মালদহ জেলার কালিয়াচক হতে আলিপুর পিস ফাউন্ডেশনের সদস্যরা এবার জেলার উজ্জ্বল মুখ হয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করতে চান। নির্ভীক আঠারোর দূর্ধর্ষ যুবদের এই মানব কল্যাণে এগিয়ে আসা জেলার প্রতিটি মানুষের কাছে অনুপ্রেরণারও বটে।
এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া ভিড়। রক্তদান শিবিরেও ছিল উচ্ছাস আবেগ। মানুষের সাথে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলতে চান তাঁরা। আগামীর স্বপ্ন ও পরিকল্পনা নিয়েও ফাউন্ডেশনের ভাবনা ব্যক্ত করেন সম্মানীয় সম্পাদক ফরিদ আক্তার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কালিয়াচক কলেজের প্রিন্সিপাল নজিবর রহমান, সোস্যাল ওয়ার্কার জার্জিস আলি,দেওয়ান আব্দুল গণি কলেজের এসিস্ট্যান্ট প্রোফেসর মহম্মদ এসমাইল, চাইল্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্টের সম্পাদক আব্দুর রসিদ এবং বিশিষ্ট লেখক ও সমাজকর্মী মতিয়ার রহমান।
প্রত্যেকেই ফাউন্ডেশনের সার্বিক সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করেন।
মঞ্চে অতিথিদের ব্যাজ, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয় সংগঠনের পক্ষে। এছাড়াও একখানি গ্রন্থ, সুদৃশ্য স্মারক , মিষ্টির প্যাকেট ও ইংরেজি নতুন বছরের নতুন ক্যালেন্ডার তুলে দেন তাঁরা। উপস্থিত সকলের জন্য শীত সকালে হাতে গরম কফি কাপ, মিষ্টান্ন ও ইংরেজি নতুন বছরের নতুন ক্যালেন্ডার উপহার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনায় ছিলেন নওয়াজ শরিফ।