নাছিম আহমেদ (ইকবাল) শিবপুর নরসিংদী:
পেটে অন্ন জোগানো কষ্টসাধ্য। ক্ষুধার তাড়নায় প্রায় সময়ই উপবাস থাকতে হচ্ছে। নেই আশ্রয়। জরাজীর্ণ ভাঙ্গা কুড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছেন বিধবা রোফেজা।
বিধবা রোফেজা বেগম নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের স্বামী মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। বিধবা রোফেজা বেগম এক ছেলে নিয়ে দীর্ঘদিন যাবৎ একটি নড়বড়ে কুড়ে ঘরে বসবাস করে আসছেন। তাই সমাজের হৃদয়বান- বিত্তবানদের কাছে ঘর তৈরির জন্য সহযোগিতা কামনা করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা মো: শফিক মিয়া
মোবাইল: বিকাশ 01611900245,01712215815