সানজিদা রুমা: নরসিংদী প্রতিনিধি:
‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এই শ্লোগানকে ধারন করে নরসিংদীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা এবং তরুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক র্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই মুক্ত আড্ডা পরিচালনায় করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ চৌধুরী, আড্ডা সূচনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, আড্ডার আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক,সদর উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম,সমাজ সেবা অফিসার মোহাম্মদ নঈম জাহাঙ্গীর সমাজসেবা অফিসার আরো বক্তব্য রাখেন সমাজসেবা প্রবেশন অফিসার মাসুম ভূঁইয়া সর্বশেষ তরুণদের খেলার পুরস্কার বিতরণ করা হয়।