মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০ Time View

সানজিদা রুমা নরসিংদী:

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের সীমান্তবর্তী মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাধারণ জনগন। অবৈধভাবে বালু উত্তোলনকারী আওয়ামী লীগের অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন।

রোববার (১৬মার্চ) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় নরসিংদী জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, এর নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, নরসিংদী জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান শিকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার, সাবেক ছাত্রদল সভাপতি মোজাম্মেল হক,এড কাউছার আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চর এলঅকায় আধিপত্য বিস্তারের জন্য সাবেক মন্ত্রী ও এমপি রাজিউদ্দিন আহম্মদ রাজু ও রাজিব আহমেদ পার্থর আস্তাবাজনরা র্দীঘদিন যাবৎ চরে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা সাধারন মানুষকে জিম্মি করে ডাকাতি, বাড়ীঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মেঘনা নদী থেকে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে,তারা আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে রাজুর ছত্রছায়ায় চরে নৈরাজ্য সৃষ্টি করেন তাদের বিরোদ্ধে খুন সহ একাধিক অস্ত্র মামলা রয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও মারামারি খুনাখুনি সহ বিভিন্ন কৌশলে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। প্রকৃত অপরাধীরা এখনো ধরা ছুয়ার বাহিরে সম্প্রতি রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা প্রশাসন নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়েন ‘চরমধুয়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইউনিয়নের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। ৭২ ঘণ্টার মধ্যে যদি এই অবৈধ ড্রেজার বন্ধ না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102