বেলাল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়া পাড়া গ্রামে “নারী ও শিশু” নির্যাতন মামলা থেকে রেহাই পেতে বাদী ও সাক্ষীদের বিভিন্ন ভাবে হুমকি, ধামকি, দিয়ে আসছে।
মামলার আসামি জুয়েল এর ভগ্নিপতি আজিজুল হক লেপু।
গত ১০/ ৩/২০২৫ ইং সকালে তার পুকুরে কিছু মাছ মরে যায়। আর এ মাছ মারা যাবার পর থেকে আমি তাজমহল হোসাইন, সহ “নারী ও শিশু” নির্যাতন মামলা বাদী এবং স্বাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল যে তোমরা পুকুরে বিষ দিয়েছো। এ ছাড়া পূর্বের ধর্ষণ চেষ্টা মামলায় সাক্ষি না দেওয়া ও মোটা অংকের টাকা দেওয়ার প্রস্তাব রাখেন লেপু। যা অমান্য করলে পুকুরে বিষ প্রয়োগ এর দায়ে থানায় মামলা দেওয়ার হুমকি প্রদান করেন।
থানা সূত্রে জানা গেছে গত ১১/৩/২০২৫ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তাজমহল হোসাইন, তাকে সহ “নারী ও শিশু” নির্যাতন মামলার বাদী ও সাক্ষীদের অতর্কিত ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাদের নামে বিষ প্রয়োগে মাছ নিধন এর মামলা দিবেন বলে অনেকের মূখে শুনতে পেলাম।
নিরুপায় হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলাম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরে কিছু মাছ মরে ভাসতে থাকে। ওই গ্রামের জনসাধারণের কাছ থেকে জানা গেছে, পুকুরে ছোট মাছ রেখে বড় করে অন্য পুকুরে ছাড়েন। আবার অনেকে বলছেন, ছোট যায়গায় বেশি মাছ রাখলে মাছ মরার সম্ভাবনা থাকে।
পার্শ্ববর্তী এক মহিলা বলেন, পুকুরে মাছ বেশি থাকায় কিছু মাছ মরতে থাকে। অনেক দিন থেকেই দুই চারটা মাছ মরে ছোট বাচ্চারা পুকুরে নেমে তুলে নিয়ে যায়।
কালাই উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম বলেন, একটি সংবাদের ভিত্তিতে আমরা ঘটনা স্থলে গিয়ে দেখতে পেলাম পানির অক্সিজেন তাপমাত্রা সব স্বাভাবিক রয়েছে বিষ প্রয়োগের কোন আলামত নেই।
কালাই থানার অফিসার ইনচার্জ বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। থানায় অভিযোগের বিষয়ে তদন্ত অফিসার কামাল হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের কোন অভিযোগ পাওয়া যায়নি।