মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ:
একুশের চেতনা শৈশব থেকেই হৃদয়ে বীজ বপন করতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গতানুগতিক পড়াশোনার পাশাপাশি সুপ্ত প্রতিভাকে চিত্রাঙ্কনের মাধ্যমে জাগিয়ে তুলতে Petra Artist Water Colour নামক রং পেন্সিল কোম্পানি কর্তৃক একটি প্রতিযোগিতার আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় উপজেলার অন্যান্য বিদ্যালয়ের পাশাপাশি বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১.০২.২৫ ইং অমর একুশে উদযাপনের মধ্য দিয়ে সকাল ১০ ঘটিকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ৫ম, ৬ষ্ঠ এই দুই শ্রেণির শিক্ষার্থী “ক” বিভাগ, ৭ম, ৮ম শ্রেণির শিক্ষার্থী “খ” বিভাগ এবং ৯ম, ১০ম শ্রেণির শিক্ষার্থী “গ” বিভাগ হিসেবে অংশগ্রহণকারীদের বন্টন করেন। প্রতিটি বিভাগে ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক নাম ঘোষণার মাধ্যমে ৩টি করে ৩বিভাগে মোট ৯টি পুরস্কার বিতরণ করেন।
এর মধ্যে ৭ম,৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত “খ” বিভাগ থেকে নিজ বিদ্যালয়ে পেট্রা কোম্পানি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার অর্জন করেছে জাকিয়া বিনতে বায়েজিদ। এই অর্জন বিদ্যালয় ও পরিবারের গর্ব। সে(জাকিয়া) বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে। তার রোল নম্বর ১৪(চৌদ্দ)। তার পিতার নাম মো: বায়েজিদ বোস্তামী-বেসরকারী চাকুরীজীবি ঊর্ধ্বতন কর্মকর্তা, মায়ের নাম বিউটি আক্তার- গৃহিণী। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পৈলনপুর নোয়াকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা। কিন্তু বাবার চাকুরীর সুবিধার্থে বাজিতপুর থেকেই লেখাপড়া করছে।
শিক্ষা জীবনে জাকিয়া অত্যন্ত সুনামের সাথেই শিক্ষকমণ্ডলীর আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে অতিবাহিত করছে। ভবিষ্যতে যাতে বিশ্ব ও বিশ্বের প্রাণ স্বত্বার কল্যাণে কাজ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণের মাধ্যমে উন্নতি লাভ করতে পারে পরিবারের সদস্যগণ এই প্রত্যাশা করেন। এজন্য দেশ ও দশের নিকট দোয়া প্রার্থী।