এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১১টায় ৩ নং ভাবিচা ইউনিয়নের শালালপুর মোড়ে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের ছাত্র নেতা অনিক মাহমুদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ শে ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকেলে বিএনপি পার্টি অফিসের সামনে উপজেলা ছাত্রদল ও নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী, যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু, যুগ্ন আহবায়ক সেলিম রেজা, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক সুলতান মাহমুদ, যুগ্ন আহবায়ক বিদ্যুৎ মাহাতো, বালাতৈর সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের ছাত্রদলের আহবায়ক শাফিউল ইসলাম,ওয়ালিদ, রাসেল, ডালিম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।