এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে নানান কর্মসূচি পালন করে। উপজেলা চত্বরে শোভাযাত্রা বের হয়ে পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে “মুক্ত আড্ডা” কর্মসূচির আয়োজন করা হয়।
মুক্ত আড্ডা কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার প্রনব কুমার সাহা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,এনজিও প্রতিনিধি,স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, প্রমুখ।
দিবসটিতে প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও দুস্তদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।