এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে যার নাম ” স্ট্যান্ড ফর এনআইডি”।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ তার বক্তব্যে বলেন, জাতীয় পরিচয় পত্র বাতিল হোক আমরা তা চাই না। ভোটার তালিকার তথ্যভান্ডার একটি সাংবিধানিক দলিল, যা কারও কাছে হস্তান্তর করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশনের অধীনে থাকাই সংবিধানসম্মত, নিরাপদ ও কার্যকর ব্যবস্হা। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, যাতে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হতে পারে এবং জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে সেজন্য নির্বাচন কমিশনেই জাতীয় পরিচয় পত্র পরিষেবা থাকা দরকার।
এ সময় নির্বাচন অফিসের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর ওমর ফারুক সহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।