এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নিয়ামতপুর জোনাল অফিস, নওগাঁ পবিস-১ এ মাসিক স্টাফ ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত জেনারেল ম্যানেজার (চঃদাঃ) জনাব প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ।
মঙ্গলবার (১৪জানুয়ারী) বেলা ৩টায় নিয়ামতপুর জোনাল অফিস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর জোনাল অফিস, নওগাঁ পবিস-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন এজিএম নিয়ামতপুর মোহাম্মদ কামরুজ্জামান, এ জিএম অর্থ মোঃ আরিফুল হক, এজিএম প্রশাসন মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
সভায় প্রধান অতিথি সকলের সহযোগিতা কামনা করে বলেন, গ্রাহক সেবা নিশ্চিতকরণ ও অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সকলকে একসাথে নিষ্ঠার এবং সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। দায়িত্ব পালনকালীন সময়ে নিজেদের এবং সহকর্মীদের নিরাপত্তা বিষয়ক সচেতনতার জন্য পরামর্শ প্রদান করেন।
মিটিং শেষে জেনারেল ম্যানেজার (চঃদাঃ) প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ নিয়ামতপুর গ্রীড ও সুইচিং স্টেশন পরিদর্শন করেন । এছাড়াও নিয়ামতপুর ১ উপকেন্দ্রের নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের কাজ পরিদর্শন করেন।