এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁ নিয়ামতপুরের ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে (৯ মার্চ) রবিবার বিকেলে কুমরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম এবং ৩ নং ভাবিচা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: মো: ছালেক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী (বাদশা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি,নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান,শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল সহ আরো অনেকে।