এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায়, (১৪মার্চ) শুক্রবার নিয়ামতপুর ইউনিয়নের টিকরামপুর কলেজ মাঠে দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল রহমান রতনের সঞ্চালনায়,
নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির প্রার্থী বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমান টিটু, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম,
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুখলেসুর রহমান,৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, ৬ নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।