এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে তাপমাত্রা কমে আসায় বেড়েছে শীতের প্রকপ। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন পরিস্তিতিতে শীতার্তদের মাঝে কম্বল ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন নওগাঁ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী
সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
সোমবার (৩০ ডিসেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় কম্বল ও তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক মনজুর রহমান, যুগ্ন আহবায়ক শহ নেওয়াজ চৌধুরী সবুজ, আরিফুল ইসলাম, বিআরডবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রায় ১হাজার ৫ শত অসহায় ও শ্রমজীবী মহিলা-পুরুষের হাতে (শীতবস্ত্র)কম্বল তুলেদেন অনুষ্ঠানে প্রধান অতিথি।
আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী সাধারণ মানুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। সেইসঙ্গে তিনি সবার সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।