এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের (৮০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের স্মশানে তাঁর সৎকার করা হয়।
বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের সৎকারের আগে নওগাঁ জেলার একদল চৌকস পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) রেজাউল করিম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
রসুলপুর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেবেন রায় গতকাল শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এককন্যা রেখে গেছেন।