এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ গণধিকার পরিষদ এর নিয়ামতপুর উপজেলার নেতৃবৃন্দ গন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন বাংলাদেশ গণধিকার পরিষদের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণধিকার পরিষদ এর নওগাঁ জেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, যুগ্ন সদস্য সচিব ইউসুফ আলী, জহিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা গণধিকার পরিষদের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আনসারুল ইসলাম, যুগ্ন আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব হামিদুর রহমান, নিয়ামতপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক রাসেল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ গন অধিকার পরিষদ এর সদস্যরা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মহোদয়ের সাথে ফটোসেশান করেন।